অটোরিকশার চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের লক্ষীমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার ওপারে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পানি খাইতে চান নিহত ফাতেমা বেগমের কাছে। পানি নিয়ে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় সোনাহাট থেকে ভূরুঙ্গামারী গামি একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে অটোর চাকার সাথে তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই  মারা যায় ওই বৃদ্ধা

এ বিষয়ে ওসি আল হেলাল মাহমুদ বলেন,  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ