৪৫ লাখ টাকা বেতনে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ, লাগবে না বিমান ভাড়া

বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া
বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া  © সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনে করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: শেফ।

পদের সংখ্যা: ৫টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীদের চার তারকা হোটেলে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে সর্বনিম্ন ৫ স্কোর থাকতে হবে। প্রার্থীর বয়স-সীমা অনূর্ধ্ব ৪০ বছর। বিজ্ঞপ্তি অনুসারে চাকরির চুক্তি চার বছরের জন্য। তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে। 

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে বেতন প্রায় ৪৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা (৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার)। এ ছাড়া চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসার খরচও কোম্পানি দেবে।

আরও পড়ুন: বাংলাদেশ নৌ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

যেভাবে আবেদন: আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, স্কিল অ্যাসেসমেন্ট, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য বোয়েসেলের এই লিংকে পূরণ করতে হবে। 


সর্বশেষ সংবাদ