১৭৭ জনকে নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক

লোগো
লোগো  © ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মসংস্থান ব্যাংক। প্রতিষ্ঠানটির ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

১৯৯৮ সালে দেশের ক্রমবর্ধমান বেকার যুবক ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদানের জন্যে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের অন্যতম লক্ষ্য গ্রাম এলাকার মানুষের আয় বাড়ানোর।

আরও পড়ুন: ২০৫ জন নার্স নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

প্রতিষ্ঠানের নাম: কর্মসংস্থান ব্যাংক।

প্রতিষ্ঠানের ধরন: রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক।

কর্মস্থল: দেশের যেকোন স্থান।

প্রার্থী ধরন: নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।

পদের সংখ্যা : ১৭৭ টি।

আবেদন ফি: ৩৫৪ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি প্রদান না করলে আবেদন বাতিল হয়ে যাবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আরও পড়ুন: বিভিন্ন পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ৬ মাসের প্রশিক্ষণের সনদ ও স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন

 

 


সর্বশেষ সংবাদ