বিসিকের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা ১৮ জুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন  © লোগো

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) নিয়োগ পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ১৮ জুন অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র আজ বুধবার প্রতিষ্ঠানটির ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে।

৪২টি পদে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। ১৩৯ জনকে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিক। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। চলতি বছরে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছিল ৮ মার্চ থেকে। আবেদন করা শেষ সময় ছিল ৭ এপ্রিল পর্যন্ত।


সর্বশেষ সংবাদ