শিক্ষক পদে নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ, আবেদন চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২১, ০৮:৪০ AM , আপডেট: ২৩ মে ২০২১, ০৮:৪৮ AM
বিএএফ শাহীন কলেজ ঢাকা তার কলেজ ও স্কুল শাখায় ৮টি পদের বিপরীতে মোট ২৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ ঢাকা
পদের নাম: প্রভাষক, সহকারী শিক্ষক, প্রদর্শক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা (প্রভাষক) : ৮টি। ইংরেজিতে ১, রসায়নে ১, প্রাণিবিদ্যায় ১, কৃষি শিক্ষায় ১, হিসাববিজ্ঞানে ১, ফিন্যান্স ব্যাংকিং ও বিমায় ১, পদার্থবিজ্ঞানে ১ এবং বাংলায় ১ জন নিয়োগ পাবেন।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদ সংখ্যা (প্রদর্শক) : ৪টি। আইসিটিতে ২, পদার্থবিজ্ঞানে ১ এবং রসায়নে ১ জন নিয়োগ পাবেন।
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদ সংখ্যা (সহকারী শিক্ষক) : ১৪টি। গণিতে ১, আইসিটিতে ১, ইংরেজিতে ২, ইসলাম ধর্মে ১, হিন্দুধর্মে ১ এবং সাধারণ ৮ জন নিয়োগ পাবেন।
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা (প্রশিক্ষণবিহীন)।
পদ সংখ্যা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর): ২টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স-সীমা আলাদা আলাদা। বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে (https://BAFSDJOBS.OSL.AC) এই ওয়েবসাইট- এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত https://www.bafsd.edu.bd/Homes/recruitmentNotice অথবা https://www.bafsd.edu.bd/Homes/singleNotice/178 ওয়েবসাইটে থেকে জানা যাবে।
আবেদন ফি: আবেদনপত্র পূরণের পর অফিস সহকারী পদের জন্য ৩৫০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫৫০ টাকা জমা দিতে হবে।
আবেদন শুরু: ২২ মে ২০২১।
আবেদন শেষ: ১৯ জুন ২০২১।