যবিপ্রবির বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:২১ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ১২:৫০ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দিতে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক পত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ এপ্রিল।
১. অধ্যাপক
(ক) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(খ) ইংরেজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ফার্মেসী বিভাগ, ০২ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থী অপ্রাপ্যতার ক্ষেত্রে ০১টি পদের বিপরীতে ০১টি অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঘ) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৫৬৫০০-৭৪৪০০/- (৩য় গ্রেড)।
২. সহযোগী অধ্যাপক
(ক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ স্থায়ী পদ।
(খ) কেমিকৌশল বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থী অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঘ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঙ) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(চ) ম্যানেজমেন্ট বিভাগ, ০২টি স্থায়ী পদ।
(ছ) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/- (৪র্থ গ্রেড)।
৩. সহকারী অধ্যাপক
(ক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০২টি স্থায়ী পদ।
(খ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/- (৬ষ্ঠ গ্রেড)।
৪. প্রভাষক
(ক) ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(খ) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ম্যানেজমেন্ট বিভাগ, ০৩ টি স্থায়ী পদ।
(ঘ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০২ টি পদ (০১টি স্থায়ী ও ০১ টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)।
(ঙ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
(চ) ফিশারীজ এন্ড মেরীন বায়োসায়েন্স বিভাগ, ০২ টি অস্থায়ী পদ (শিক্ষাছুটির বিপরীতে)।
(ছ)) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ০২ টি পদ (০১ টি স্থায়ী এবং ০১ টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)।
(জ) ফার্মেসী বিভাগ, ০৪টি অস্থায়ী পদ (০৩ টি শিক্ষাছুটির বিপরীতে ও ০১ টি অধ্যাপক পদের বিপরীতে)।
আরো পড়ুন: ৩১ লাখ শিক্ষার্থীর জন্য ফিডিং কর্মসূচি: একনেক সভায় অনুমোদন পেল বরাদ্দ
(ঝ) অনুজীব বিজ্ঞান বিভাগ, ০৪টি পদ (০২ টি স্থায়ী পদ ও ০২ টি শিক্ষাছুটির বিপরীতে অস্থায়ী)।
(ঞ) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, ০২ টি স্থায়ী পদ।
(ট) ইন্ডাস্ট্রিয়াল এড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০৩ টি অস্থায়ী গদ (শিক্ষাছুটির বিপরীতে)।
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড)।
শর্তাবলী
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ক্রমিক নম্বর ০১ ও ০২ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নম্বর ০৩ ও ০৪ এর জন্য চার সেট আবেদন রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবরে আগামী ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে।
যবিপ্রবি রেজিস্ট্রারের কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হতে www.just.edu.bd আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে।