খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে ১৭ শিক্ষক, আবেদন অনলাইনে

৮ পদে ১৭ প্রভাষক নিয়োগে আবেদন চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে
৮ পদে ১৭ প্রভাষক নিয়োগে আবেদন চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। প্রতিষ্ঠানটি ৮ পদে ১৭ প্রভাষক নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণের পর আবেদনপত্র ডাউনলোড করে দরকারি কাগজপত্রের সঙ্গে ১০ সেট পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি);

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: নগর ও গ্রামীণ পরিকল্পনা;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: চুয়েট বিভিন্ন পদে নেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন অনলাইনে-সরাসরি

২. পদের নাম: প্রভাষক; 

বিভাগ: ফরেস্ট্রি অ্যান্ড উড্ টেকনোলজি;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

 ৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ভাষ্কর্য;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

আরও পড়ুন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে

৫. পদের নাম: প্রভাষক;

বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

৬. পদের নাম: প্রভাষক;

বিভাগ: স্থাপত্য;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

৭. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইতিহাস ও সভ্যতা;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

৮. পদের নাম: প্রভাষক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা; 

আরও পড়ুন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা (সব পদের ক্ষেত্রে)—  

*সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, আইন বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*কলা ও মানবিক এবং চারুকলাভুক্ত বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে অথবা সিজিপিএ ৪ স্কেলে যে কোনো একটিতে ৩.৫০ ও অন্যটিতে ৩.২৫ থাকতে হবে;

*চারুকলা স্কুলভুক্ত প্রিন্টমেকিং ডিসিপ্লিনে Art History এবং Graphic Design বিষয়ের প্রার্থীরা আবেদন করেতে পারবেন;

*স্থাপত্য বিসয়ের ক্ষেত্রে শুধু স্নাতক (৫ বছর মেয়াদি) পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে অথবা স্নাতক (৫ বছর মেয়াদি) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ ও অন্যটিতে ৩.২৫ থাকতে হবে;

*সব বিষয়ের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে অথবা সিজিপিএ (৫.০০+৫.০০) এর মধ্যে ন্যূনতম ৯ থাকতে হবে। তবে চারুকলাভুক্ত বিষয়ের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার একটিতে প্রথম বিভাগ ও অন্যটিতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে অথবা সিজিপিএ (৫.০০+৫.০০) এর মধ্যে ন্যূনতম ৮ হবে (তবে কোনোটিতে সিজিপিএ-৩.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়;

*কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি— 

অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফি বাবদ ৬০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ মার্চ ২০২৫, বিকাল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ