ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বিভিন্ন পদে নেবে প্রভাষক-প্রদর্শক, আবেদন করুন দ্রুতই 

প্রভাষক-প্রদর্শক নিয়োগে আবেদন চলছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে
প্রভাষক-প্রদর্শক নিয়োগে আবেদন চলছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে প্রভাষক-প্রদর্শক নিয়োগে ৬ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ২টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

আরও পড়ুন: ডাক বিভাগে চাকরি, বিভিন্ন গ্রেডে নেবে ৭৪৫

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: গণিত;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: আইসিটি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪

৫. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ব্যবস্থাপনা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

৬. পদের নাম: প্রভাষক;

বিভাগ: শারীরিক শিক্ষা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০ টাকা (সর্বসাকূল্যে);

আরও পড়ুন: ২৪০০০-২৮০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা

৭. পদের নাম: প্রদর্শক;

বিভাগ: পদার্থবিজ্ঞান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০ টাকা (সর্বসাকূল্যে);

৮. পদের নাম: প্রদর্শক;

বিভাগ: জীববিজ্ঞান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০ টাকা (সর্বসাকূল্যে);

আরও পড়ুন: ২৪০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, দেবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে ‘আবেদন ফরম পূরণের নির্দেশিকা’ অনুসরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে;

আবেদন ফি—

প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা bKash মার্চেন্ট একাউন্ট নম্বর-০১৮৫৮৫৮৫১১২-তে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫, রাত ১২টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ