চাকরিতে পুনর্বহালের দাবিতে এসআইবিএল কর্মকর্তাদের আমরণ অনশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ PM
চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে মতিঝিল সিটি টাওয়ারের সামনে প্রতিষ্ঠানটির শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন।
এসময় ‘বৈষম্যের জন্য জন্য যুদ্ধ করলাম, আমরা কেন বৈষম্যের স্বীকার হলাম; হয় চাকরি দিন, না হয় বাঁচতে দিন; চাকরি ফেরত চাই, দিতে হবে’ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন কর্মকর্তারা।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আখতার উন নূর ও মোশাররফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারাদেশের বিভিন্ন শাখার আনুমানিক ৬৭২ জনকে বিনা নোটিশে গত অক্টোবরের ৩১তারিখে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। হঠাৎ করে কোন কারণ ছাড়ায় আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
তারা আরও বলেন, চাকরি থেকে অব্যাহতির পর আমরা ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করেও কোন ধরনের সাড়া পাচ্ছি না। চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের আমরণ শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলবে।