উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে চাকরি, নেবে ৩৭ এক্সিকিউটিভ

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে   © সংগৃহীত

দীর্ঘ দুই যুগেরও অধিক সময়ের পথপরিক্রমায় লাখো শিক্ষার্থীর স্বপ্নপূরণের প্লাটফর্ম উদ্ভাস-উন্মেষ-উত্তরণ। প্রতিষ্ঠানটিতে কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ের চিন্তার আলোকে ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন অসংখ্য মেধাবী তরুণ। একাডেমিক কনসালটেন্সির অনন্য এ প্লাটফর্মটি দক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবার;

পদের নাম: এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৩৭টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

পরীক্ষার স্থান, তারিখ ও সময়—

এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জানুয়ারি ২০২৫;

লিখিত পরীক্ষাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে 01713236899, 01321201320, 01329681810, 01713236898, 01713236897 নম্বরে যোগাযোগ করতে পারবেন;


সর্বশেষ সংবাদ