সার্কের অধীন সারসোতে বিভিন্ন পদে চাকরি, বেতন ডলারে—দেবে নানান সুবিধাও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ PM
সার্কের অঙ্গপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো);
১. পদের নাম: সিনিয়র ফিন্যান্স অফিসার, জিএসএস–১;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের)। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে;
বেতন স্কেল: ২৬৫—৩৪০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৬৫৮ থেকে ৪০ হাজার ৬১৭ টাকা);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;
*যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার;
*স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার;
*সন্তানের শিক্ষা ভাতা;
*বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
আবেদনের যোগ্যতা—
*এমকম/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*সফটওয়্যারে বাজেটারি কন্ট্রোল, ফান্ড রিলিজ, ট্যালি সফটওয়্যার, ডেস্ক মনিটরিং অ্যান্ড অডিটের কাজ জানা থাকতে হবে;
*বিদেশি/দাতা সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
২. পদের নাম: এমআইএস অফিসার কাম পিএস টু ডিজি, জিএসএস-১;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের)। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে;
বেতন স্কেল: ২৬৫—৩৪০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৬৫৮ থেকে ৪০ হাজার ৬১৭ টাকা);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;
*যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার;
*স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার;
*সন্তানের শিক্ষা ভাতা;
*বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে;
*সিস্টেম ডিজাইন, প্রোগ্রামিং, ইনস্টলেশন, অপারেশন, মেইনটেন্যান্স অব ডাটাবেজ সিস্টেম, ল্যান, ওয়ান ও ওয়েবসাইট ম্যানেজমেন্টে ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
৩. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট, জিএসএস-২
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের)। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে;
বেতন স্কেল: ২০৩—২৬৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ২৫১ থেকে ৩২ হাজার ১৬ টাকা);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;
*যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার;
*স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার;
*সন্তানের শিক্ষা ভাতা;
*বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে দ্রুত গতি থাকতে হবে
*এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস ও এক্সেলের কাজ জানতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
৪. পদের নাম: রিসিপশনিস্ট, জিএসএস-২
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের)। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে;
বেতন স্কেল: ২০৩—২৬৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ২৫১ থেকে ৩২ হাজার ১৬ টাকা);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;
*যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার;
*স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার;
*সন্তানের শিক্ষা ভাতা;
*বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে দ্রুত গতি থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস ও এক্সেলের কাজ জানতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
৫. পদের নাম: পিয়ন/এমএলএসএস, জিএসএস-৬
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের)। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে;
বেতন স্কেল: ১৩০—১৬০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫৩০ থেকে ১৯ হাজার ১১৪ টাকা);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;
*যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার;
*স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার;
*সন্তানের শিক্ষা ভাতা;
*বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা
দরকারি কাগজপত্র—
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপির সত্যায়িত কপি;
আবেদন যেভাবে—
দরকারি কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত dg@sarso.org ঠিকানায় ই-মেইল করে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জানুয়ারি ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—