সরকারি ব্যবস্থাপনায় ৯৫০০০ বেতনে সৌদি আরবে চাকরি, দেবে আবাসন-বিমানভাড়াও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১১ PM
সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সৌদি আরবের কোম্পানি আফ্রাস ট্রেডিং অ্যান্ড কন্ট্র্যাক্টিং পুরুষ ও নারী নার্সিং স্পেশালিস্ট (বিএসসি) নিয়োগ দেবে। কোম্পানিটি কর্মীদের নিয়মিত বেতনের বাইরে থাকা-খাওয়া ও চিকিৎসাসুবিধাও দেবে। এছাড়া কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
সুযোগ-সুবিধা—
*মাসিক বেতন ৩,০০০ সৌদি রিয়াল;
*খাবার বাবদ প্রতিমাসে ৩০০ দেবে সৌদি রিয়াল;
*আবাসস্থল, ইউনিফর্ম, কর্মক্ষেত্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে;
*শিক্ষানবিশকাল ৩ মাস;
*কর্মদিবস সপ্তাহে ৬ দিন এবং দৈনিক ডিউটি ৮ ঘণ্টা;
*চাকরির চুক্তি ২ বছর (নবায়নযোগ্য);
*চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে;
*বছরে ছুটি দেবে ২১ দিন;
আবেদনের যোগ্যতা—
*প্রার্থীকে অবশ্যই সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি সনদধারী হতে হবে;
*বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্টার্ড নার্স হতে হবে;
*ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি ভাষায় যোগাযোগদক্ষতা থাকতে হবে;
*প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে;
*প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ ডিসেম্বর ২০২৪;
আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।