বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

১২ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)  © সংগৃহীত

প্রভাষক থেকে অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’ (ডিআইইউ)। প্রতিষ্ঠানটি গত ১২টি বিভােগে শিক্ষক নিয়োগ দিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ);

পদের নাম: প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী;

আরও পড়ুন: শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যেসব বিভাগে নিয়োগ

* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই);

* সিভিল ইঞ্জিনিয়ারিং;

* ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই);

* ফার্মেসি;

* মাইক্রোবায়োলজি;

* বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি;

* আইন;

* ইংরেজি (সাহিত্য, ইএলটি);

* ব্যবসা প্রশাসন;

* অর্থনীতি;

* পদার্থবিজ্ঞান;

* গণিত;

শিক্ষাগত যোগ্যতা

* বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত যোগ্যতা;

* বিদেশি ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: লেকচারার নেবে সাউথইস্ট ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা

দরকারি কাগজপত্র

* আবেদনপত্র;

* শিক্ষাজীবনের সব সনদের ফটোকপি;

* চাকরির অভিজ্ঞতার সনদ;

আবেদন যেভাবে

রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’ (ডিআইইউ), সাঁতারকুল, বাড্ডা, ঢাকা ১২১২ বরাবর দরকারি কাগজপত্রসহ সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর;

শিক্ষাগত যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—


সর্বশেষ সংবাদ