৯৬ হাজার শিক্ষক নিয়োগের পদভিত্তিক তালিকা প্রকাশ ১৭ এপ্রিল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এসব পদের জন্য পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রোববার (৩১ মার্চ) বিকেলে এনটিআরসিএ থেকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ও কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬। আর মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের পদভিত্তিক তালিকা আগামী মাসের ১৭ এপ্রিল প্রকাশ হবে। 

আরো পড়ুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর ঢাবি ভর্তিতেও মেয়েদের চেয়ে পিছিয়ে ছেলেরা

এরপর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর আগে, ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়েছে। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ।

 

সর্বশেষ সংবাদ