সমন্বিত ৮ ব্যাংকে নতুন নিয়োগ, পদ ৫০৮
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬ পদে মোট ৫০৮ জন জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে
এরমধ্যে ৯ম গ্রেডে ১৩৫ জন সিনিয়র অফিসার (আইটি), ৯ম গ্রেডে ৬৩ জন এসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার, ৯ম গ্রেডে ৬৫ জন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/সহকারী ইঞ্জিনিয়ার (আইটি), ৯ম গ্রেডে ১০টি এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর, ১০ম গ্রেডে ২৩৩ জন অফিসার (আইটি) এবং ১০ম গ্রেডে ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার পদে দুইজনকে নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।