আন্দোলনের মুখে ব্যাংকের ৩৩৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স পুনঃনির্ধারণ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © ফাইল ফটো

চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে সমন্বিত ব্যাংকের ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ৩ হাজার ৩৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স পুনঃনির্ধারণ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: সমন্বিত ব্যাংকের ৩৩৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স পুনর্বিবেচনার আহবান

এর আগে গত সপ্তাহে ২০২২ সাল ভিত্তিক এই নিয়োগের বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩ হাজার ৩৫৮ জন সিনিয়র অফিসার (জেনারেল), অফিসার (জেনারেল) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে চাকরিপ্রার্থীরা এই বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ধরা হয়েছে, যা বিগত সাল ভিত্তিক সকল সমন্বিত ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করেছিলেন তারা।

আরও পড়ুন: ৩৩৫৮ পদে বয়সের ছাড় দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

এই নিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সংশ্লিষ্টদের লিখিত আবেদন দিয়েছিল তারা। পরে গত রবিবার একই দাবিতে রাজধানীর মতিঝিলস্থ ব্যাংলাদেশ ব্যাংকের সমানে মানববন্ধনের আয়োজন করেছিল চাকরিপ্রার্থীরা।

May be an image of floor plan, blueprint, crossword puzzle and text

চাকরিপ্রার্থীরা তখন জানিয়েছেন, এর আগে ২০১৮ সাল ভিত্তিক বিজ্ঞপ্তিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা (৩০ বছর) ধরা হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসের ১ তারিখ, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা ধরা হয়েছিল ২০২০ সালের মার্চ মাসের ১ ও ২৫ তারিখ। কিন্তু এবার ২০২২ সাল ভিত্তিক বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা ধরা হয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসের ১৯ ও ২০ তারিখ।

এদিকে, আজ সন্ধ্যায় বয়স পুনঃনির্ধারণ করে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আবেদনের বয়সসীমা ধরা হয়েছে ২০২৩ সালের ১ মার্চ। নতুন এই সিদ্ধান্তে প্রায় ৯ মাস পিছিয়ে দেওয়া হয়েছে আবেদনের বয়সসীমা।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তারা জানিয়েছেন, তাদের দাবি ছিল ২০২২ জানুয়ারি পর্যন্ত আবেদনের বয়সসীমা করা। কিন্তু এই সিদ্ধান্তে তারা আশাহত নন। এজন্য তারা সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


সর্বশেষ সংবাদ