সরকারি চাকরির আবেদনে কোন গ্রেডে কত ভ্যাট দিতে হবে?

অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়  © ফাইল ফটো

সরকারি চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের। তবে সরাসরি আবেদন জমা দিলে এই ভ্যাট দিতে হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশকে দিতে হবে। ভ্যাট হিসাবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ।

কোন গ্রেডে কত টাকা ভ্যাট

নবম গ্রেডে আবেদন ফি হবে ৬০০ টাকা। সঙ্গে টেলিটক বাংলাদেশের সার্ভিস চার্জ ১০ শতাংশ বা ৬০ টাকা; এই ৬০ টাকার ওপর ১৫ শতাংশ বা ৯ টাকা ভ্যাট। অর্থাৎ নবম গ্রেডে আবেদন করতে ৬৬৯ টাকা লাগবে।

দশম গ্রেডে আবেদন ফি ৫০০ টাকা। সঙ্গে ৫০ টাকা সার্ভিস চার্জ এবং ৭ টাকা ৫০ পয়সা ভ্যাট যুক্ত হবে। এ গ্রেডে আবেদন করতে লাগবে ৫৫৭ টাকা ৫০ পয়সা।

এভাবে ১১তম ও ১২তম গ্রেডে ৩৩৪ টাকা ৫০ পয়সা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ২২৩ টাকা ও ১৭তম থেকে ২০তম গ্রেডে ১১১ টাকা ৫০ পয়সা ভ্যাট দিতে হবে।


সর্বশেষ সংবাদ