বাংলাদেশ কোস্ট গার্ডের ‘নার্স’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের 'নার্স' (১০ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের 'নার্স' (১০ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। উল্লিখিত পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ ১১ মে ২০১৩ তারিখের ৮0.00.0000.106.11.০৩৬.২১-১০০ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।