বাংলাদেশ ব্যাংকের এডি পদের পরীক্ষা নিতে বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত

নিয়োগপ্রার্থীরা
নিয়োগপ্রার্থীরা  © ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় হাইকোর্ট স্থগিতের যে আদেশ দিয়েছিলেন, আপিল বিভাগের চেম্বার আদালত সেটি স্থগিত করেছেন। ফলে আগের ঘোষিত দিনেই এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার আদালতের এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে। তিনি  বলেন, ‘২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে, ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আবেদন করা হয়। আজ আবেদনটির ওপর শুনানি হয়। আজ আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক।

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আজ আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক।

গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালকের (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে, ২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা নিয়ে চাকরিপ্রত্যাশী ত্রিশোর্ধ্ব মির্জা রকিবুল হাসান ১২ অক্টোবর রিট করেন। রিটে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হয়নি বলে অনেক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ নেই। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence