জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের মা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ PM

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ৩৬তম জাতীয় কবিতা উৎসব আজ শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, একুশের গান, উৎসব সংগীত, জুলাইয়ের গান পরিবেশিত হয়। উদ্বোধনী দিনে আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন প্রমুখ রাখেন।
বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল–বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।’
রবিবার দ্বিতীয় দিনেও থাকছে কবিতা পাঠ পর্ব। দ্বিতীয় দিনের বিশেষ অনুষ্ঠান সেমিনার। বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে মূল আলোচক থাকবেন শিক্ষাবিদ ও চিন্তক সলিমুল্লাহ খান। ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি: বাংলাদেশের কবিতা’ সেমিনারের বিষয় হিসেবে থাকছে। আরও আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, মঞ্জুরুর রহমান, কুদরতে খোদা, তাহমিদ জামিল। সঞ্চালক থাকবেন সোহরাব হাসান।
দ্বিতীয় দিনে আরও থাকবে কবিতা পরিষদ পুরস্কার ঘোষণা। সন্ধ্যায় আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই আয়োজন।