জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আসিফ নজরুলের নতুন বই ‘শেখ হাসিনার পতনকাল’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ PM

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা ‘শেখ হাসিনার পতনকাল’ নামে নতুন বই নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বইয়ের প্রচ্ছদের ছবি প্রকাশ করেন।
পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার অপকর্মের দলিল’। ছবির মধ্যে বইয়ের প্রচ্ছদের ওপরে লেখা, ‘এ বইয়ে চিত্রিত হয়েছে শেখ হাসিনার দুঃশাসনকাল ও জুলাই গণ-অভ্যুত্থানের নান দিক’।
জানা গেছে, প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি। ২৫% ছাড়ে বইটি প্রি-অর্ডার করা যাবে ৪৫০ টাকায়।
এর আগের দেওয়া পোস্টে আসিফ নজরুল সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে লেখেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ’।