টাইমস হায়ার র‍্যাংকিংয়ে তৃতীয় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি সব মিলিয়ে স্থান পেয়েছে ২৪টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে যৌথভাবে তৃতীয় সেরা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তালিকায় যৌথভাবে প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বুধবার (২৩ এপ্রিল)৷ টাইমস হায়ার এডুকেশ তাদের ওয়েবসাইটে এই র‍্যাংকিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে এটি ১৩তম সংস্করণ।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বুয়েট ও ড্যাফোডিলের অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে।

এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, 'এই অর্জনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। আমাদের সহযোগিতা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলিকেও ধন্যবাদ জানাই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ নেতৃত্বকে লালন করতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং বাংলাদেশে উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি আরও বলেন, বাংলাদেশের সেরা তিন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি সমগ্র গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সক্ষমতা প্রকাশ করে। এই অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আগামী দিনের উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

এর আগে গত জানুয়ারি মাসে টাইমস হায়ার 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্নবিদ্যালয়। ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ের ৮টিতে স্থান পেয়েছিল বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিগত কয়েক বছর ধরে বিভিন্ন র‍্যাংকিংয়ে কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।


সর্বশেষ সংবাদ