নারী-শিশু ধর্ষণের বিচার দাবিতে খুকৃবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি

দেশের সম্প্রতি চলমান নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীর। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-২ থেকে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল নিয়ে অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘তুমি কে? আমি কে?, আছিয়া আছিয়া’ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস এলাকা মুখর হয়।

এক শিক্ষার্থী বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ কবে, যা জানা যাচ্ছে

শিক্ষকদের মধ্যে ফিশারিজ অনুষদের প্রভাষক জাকিয়া সুলতানা বলেন, ‘আমারও সন্তান রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমিও শঙ্কায় রয়েছি। আমি চাইব, আমরা সবাই শক্তভাবে অন্যায়-নিপীড়নের প্রতিবাদ করব। ছেলে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় সোচ্চার থাকবে।’

আরেক প্রভাষক করিমুন্নেসা বলেন, ‘রাষ্ট্র নিরাপত্তা দিতে কি ব্যর্থ কি না, সেটা রাষ্ট্র ভালো বলতে পারবে। তনু হত্যার মতো ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। তা ছাড়া আমাদের নিজস্ব ক্যাম্পাস নেই। নিরাপত্তা বলতে কতটুকু আছে, তারও নিশ্চয়তা নেই। আমাদের সবাই মিলেই নিজেদের ঢাল হতে হবে। এ রকম ঘটনার যেনো দৃষ্টান্তমূলক বিচার হয়, সেটাই দাবি করছি।’


সর্বশেষ সংবাদ