সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক জামাল

অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা
অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা  © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। চার বছরের জন্য তিনি এ নিয়োগ পেলেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। 

অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিশ্ববিদ্যালয়টির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক। একইসঙ্গে তিনি বিভাগটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন।

আদেশে বলা হয়, উপাচার্য হিসেবে হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপযুক্ত পদে অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

আদেশে আরও বলা হয়, অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


সর্বশেষ সংবাদ