বাকৃবি ছাত্র ইউনিয়ন
টকশোতে গবেষককে হেনস্থাকারীদের আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৫:১৭ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৫:২২ PM
সম্প্রতি একাত্তর টেলিভিশন আয়োজিত একাত্তর জার্নালের এক টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. জাকির হোসেনকে তার গবেষণামূলক কাজকে প্রশ্নবিদ্ধ করা এবং অপেশাদারসূলভ আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। মানববন্ধনে ৭১ টিভিকে বয়কটের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি।
আজ রবিবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সহ-সভাপতি অনন্য ঈদ-ই-আমিন, ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ এর সভাপতি আবিব আহমেদ লিমন, সাধারণ সম্পাদক মো. আরিফ রায়হানসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সাথে এমন অশোভন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওই অনুষ্ঠানের সঞ্চালকসহ যারা এরূপ অপ্রীতিকর মন্তব্য করেছেন তাদের অনতিবিলম্বে বাকৃবির সম্মানিত শিক্ষকের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে ৭১ টিভির কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।