গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা
পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা  © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১২টা পর্যন্ত। এদিন দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এবার ইউনিটিতে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসনপ্রতি লড়ছেন ১৭ ভর্তিচ্ছু।

এর আগে সরেজমিনে সারাদেশের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। দাবদাহের কারণে এক ঘণ্টা আগেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে ভর্তিচ্ছুদের। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।  

নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এছাড়া ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। মাভাবিপ্রবি উপাচার্য আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাদের যাত্রা ও পরীক্ষার সময়কাল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হোক—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

প্রশ্নপত্র দেখুন

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence