জবির বিষয় পছন্দক্রম ও কোটার ফরম পূরণ আজকের মধ্যে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে যারা বিষয় পছন্দক্রম ও বিভিন্ন কোটার ফর পূরণের সুযোগ আজ রবিবার (৫ মে) শেষ হচ্ছে। যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের ১১টা ৫৯ মিনিটের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য নির্ধারিত ফি দিতে হবে ভর্তিচ্ছুদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় (ইউনিট এ, বি, সি, ডি ও ই) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় অবস্থানকারী যে সব পরীক্ষার্থী বিষয় পছন্দক্রম ও বিভিন্ন কোটা পূরণ করতে পারেনি, তাদের ৫ মে (রবিবার) রাত ১১টা ৫৯টা পর্যন্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পূরণ করতে হবে।

আরও পড়ুন: রাবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযুক্তকে নিরাপত্তা দেওয়ার অভিযোগে তদন্তকারীর পদত্যাগ

আরও জানানো হয়েছে, প্রসেসিং ফি বাবদ ১ হাজার টাকা জমা প্রদান পূর্বক ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://jnuadmission.com) নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম ও কোটা পূরণ করতে পারবেন। উল্লেখ্য, এ পর্যায়ে যে সব পরীক্ষার্থী বিষয় পছন্দক্রম দেবেন, সে সব পরীক্ষার্থীর প্রথম মাইগ্রেশন শেষে মেধা অনুযায়ী আসন শূন্য থাকা সাপেক্ষে যে বিষয়ে ভর্তির সুযোগ দেয়া হবে, সে বিষয়েই ভর্তি হতে হবে।

তাদের কখনও মাইগ্রেশনের সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!