রংপুরে বেরোবিসহ ৭ কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু

পরীক্ষা দিতে কেন্দ্রে আসছেন ভর্তিচ্ছুরা
পরীক্ষা দিতে কেন্দ্রে আসছেন ভর্তিচ্ছুরা  © টিডিসি ফটো

রংপুরে বেগম রোকেয়া বিদ্যালয়সহ (বেরোবি) ৭ কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে (মানবিক) ভর্তি পরীক্ষার্থী শুরু হয়েছে। আজ শুক্রবার (২ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।   

রংপুরের ৭টি কেন্দ্রে ১৬ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বেরোবি কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীসহ আরও ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৩ হাজার ৫০০ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১ হাজা ৫০০ জন,রংপুর সরকারি কলেজে ১ হাজার ৫০১জন,সরকারি বেগম রোকেয়া কলেজে ১ হাজার ৬০০জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৩৫০০জন,কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ১ হাজার ৯৯২ জন শিক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়েছে।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রতিবারের ন্যায় কেন্দ্র পরিদর্শন করবেন।  উপাচার্য জানান, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমরা সম্ভাব্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি।  

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য   (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence