রাতেই প্রকাশিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় জানানো হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার মধ্যে এ ফল প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।
তিনি জানান, ‘উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আমরা আজ রাত ১২টার মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করছি। আইসিটি সেল ফলাফল চূড়ান্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
পরীক্ষার্থীরা তাদের আবেদন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
এর আগে গত ১৭ ও ১৮ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর খুবিতে রেকর্ড সংখ্যক আবেদন পড়ে। চারটি ইউনিট আবেদন পড়েছিল ১ লক্ষ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থীর। প্রতিটি আসনের জন্য লড়েছেন ৯৭ জন শিক্ষার্থী।