কুবিতে ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার ১
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ‘বি’ ইউনিটের সদস্য সচিব মাহমুদুল হাসান জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে এক নারী পরীক্ষার্থী মোবাইলসহ পরীক্ষার হলে বসে। কিছুক্ষণ পর অসুস্থতার কথা বলে বাথরুমে যেতে চায়। পরীক্ষার মাঝপথে কেন্দ্রে বাইরে যাওয়ার নিয়ম না থাকলেও, তাকে দুজন বিএনসিসি’র নারী সদস্যের সঙ্গে বাথরুমে পাঠানো হয়।
বাথরুম থেকে বের হওয়ার পর পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হলে তার কাছে মোবাইল ফোন এবং প্রশ্নপত্র পাওয়া যায়।
বিস্তারিত আসছে...