ইবিতে শেষ হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে কেন্দ্রে প্রবেশ করানোর পর পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্যরা।

কক্ষ পরিদর্শন করে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। কক্ষগুলে ঘুরে দেখলাম। তাতে প্রায় ৯৮ শতাংশ উপস্থিতি পেয়েছি। আর প্রশ্নপত্রও শিক্ষার্থীদের ভালো হয়েছে। প্রতিটি কক্ষে পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence