খুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকালে

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে। বেলা ৩টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এ ছাড়া আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য বিভাগের ড্রইং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকালের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ এবং রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

আরও পড়ুন : শেষ হলো খুবির ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় এ পরীক্ষা শেষ হয়েছে।

এই পরীক্ষায় তিনটি কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ পরীক্ষার্থী অংশ নেন।


সর্বশেষ সংবাদ