ঢাবির বিজ্ঞান ইউনিটের ফলাফলে সেরা দশের সাতজনই এক কলেজের

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে সেরা দশের সাতজনই একই কলেজের শিক্ষার্থী ছিলেন। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়  এ বছর মোট পাস করেছে ৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬ হাজার ৯২২জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে সেরা দশের সাতজনই নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী। তারা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে বিজ্ঞানে প্রথম মাহমুদুল হাসান ওয়াসিফ, দ্বিতীয় মো. রেদওয়ান, চতুর্থ কাজী ফাহিন আবরাজ আবির, ষষ্ঠ স্থান সাজিদ আহসান, অষ্টম সাদ আহমেদ, নবম শাফকাত রহমান ও দশম তাসিন আহমেদ নিহাল।

নটরডেম কলেজে ছাড়া অন্যান্য কলেজ থেকে সেরা দশে আছেন যারা, তারা হলেন তৃতীয় আরিশা নাওয়ার, তিনি সরকারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী। বিজ্ঞানে পঞ্চম স্বপ্নীল দাস, তিনি সরকারি এম এম কলেজ খুলনার সাবেক শিক্ষার্থী ছিলেন। সপ্তম আদ্রিতা সাহা। তিনি ঢাকা কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী। 

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।


সর্বশেষ সংবাদ