রেজাল্ট দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না: ঢাবি ভর্তিতে প্রথম ওয়াসিফ

বিজ্ঞান ইউনিট

মাহমুদুল হাসান ওয়াসিফ
মাহমুদুল হাসান ওয়াসিফ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন নটরডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ।

ফল প্রকাশের পর আজ সোমবার (২৪ মার্চ) রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ওয়াসিফ বলেন, আমি জানতাম না যে, আজকে রেজাল্ট দিবে। আমার এক বন্ধু বলল আজকে সাড়ে ৭টার দিকে রেজাল্ট হবে হয়ত। পরে যখন ইফতারের আগে ফোন হাতে নিয়েছিলাম, তখন দেখি যে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। 

ওয়াসিফ আরও বলেন, আমি অনেক্ষণধরে রেজাল্টের দিকে তাকিয়েছিলাম। আব্বু আম্মু জিজ্ঞেস করছিল যে, রেজাল্ট কী হয়েছে? আমি আসলে বুঝতে পারছিলাম না যে, আসলেই কি এটা পাস হয়েছে কি না। তো কিছুক্ষণ পরে যখন স্থির হলাম, তখন বুঝতে পারলাম যে, ঠিকই আছে। একটা ভালো রেজাল্ট করেছি, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা। 

খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদুল হাসান ওয়াসিফ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা তিনি দশম স্থান অধিকার করেন। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি  পরীক্ষায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন।

জানা যায়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়  এ বছর মোট পাস করেছে ৭৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬৯২২জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।


সর্বশেষ সংবাদ