ঢাবি বিজ্ঞান ইউনিটে প্রথম ওয়াসিফ, বুয়েট-কুয়েটে মেধাক্রম ছিল দশম ও ষষ্ঠ

মাহমুদুল হাসান ওয়াসিফ
মাহমুদুল হাসান ওয়াসিফ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্ট অনুসারে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন মাহমুদুল হাসান ওয়াসিফ। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদুল হাসান ওয়াসিফ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা তিনি দশম স্থান অধিকার করেন। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি  পরীক্ষায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন।

জানা যায়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়  এ বছর মোট পাস করেছে ৭৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬৯২২জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।


সর্বশেষ সংবাদ