আগামী সপ্তাহে প্রকাশিত হবে জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।  

তিনি জানান, উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে। প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হলেও আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যে ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। একইসঙ্গে, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফল ২০ মার্চের মধ্যে ঘোষণা করা হবে।  

ফল প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, এবারের ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকায় মূল্যায়ন প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগছে। যদি কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন থাকত, তাহলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হতো। তবে, রমজানের মধ্যেই সব ইউনিটের ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।  

এর আগে, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত চারুকলা অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ১৪ ফেব্রুয়ারি (ডি ইউনিট), ১৫ ফেব্রুয়ারি (বি ইউনিট), ২২ ফেব্রুয়ারি (এ ইউনিট) এবং ২৯ ফেব্রুয়ারি (সি ইউনিট) অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ