জাবির ‘সি’ ইউনিটে সম্মিলিত মেধাতালিকা

স্ট্রোক-হার্ট অ্যাটাকে শয্যাশায়ী বাবা—কঠিন সময়েও ভর্তি পরীক্ষায় প্রথম লিয়ন

মো. লিয়ন মাহমুদ
মো. লিয়ন মাহমুদ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং 'সি১' ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মো. লিয়ন মাহমুদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আব্দুল মালেকের দ্বিতীয় সন্তান লিয়ন। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। তিনি উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন রাজধানীর নটরডেম কলেজে। সেখান থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিয়ন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,  ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করেছি ভর্তি পরীক্ষার এই জার্নিটাতে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে আমার বাবা স্ট্রোক ও হার্ট অ্যাটাক করেন। এর এক মাস পর ডেঙ্গুতে আক্রান্ত হন। তিন মাস পরিবারের ইনকাম পুরোপুরি বন্ধ ছিল। এ সময়টাতে নিজের মনোবল ধরে রাখা খুব কঠিন ছিল।’ 

তিনি আরও বলেন, ‘প্রথম কিছুদিন মানসিকভাবে ভেঙে পড়লেও আমার বড় বোন এবং দুলাভাই আমাকে সাহস এবং অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়া আমি কলেজে পড়ার সময় থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আল্লাহ আমাকে আমার পরিশ্রমের প্রতিদান দিয়েছেন।’


সর্বশেষ সংবাদ