চুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা শেষে চুয়েট ক্যাম্পাস থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা শেষে চুয়েট ক্যাম্পাস থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহরের আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। 

চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি। এর বিপরীতে এবার আবেদন করেন ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ২২ জন শিক্ষার্থী।

আরো পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ বছরে ছাত্রলীগের হামলার শিকার আড়াই শতাধিক

২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়।

গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি এবং ইংরেজি বিষয়ে ৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায়।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছের অধীন কুয়েট, রুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হতো। এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে চুয়েট কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence