মেডিকেল ভর্তিতে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই চান্স পেলেন ১৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর একসঙ্গে ১৮ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্কুলটির সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) ওবায়দুর রহমান বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে এখন পর্যন্ত ১৮ জনের নাম পেয়েছি।’

প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৮ জনের তথ্য পেয়েছি। তারা সবাই বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এর বাহিরে আরও থাকতে পারে, আমরা এখনো তাদের তথ্য পাইনি।’

আরও পড়ুন: এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে তাদের কাছে কি প্রত্যাশা করেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আমাদের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি তারা যেন মানবিক ডাক্তার হয়। ডাক্তার হয়ে যেন তারা অসহায়দের সেবা করে।’

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন-রাফাত সুলতানা আফরাহ (পাবনা মেডিকেল কলেজ), রাফাতুল অহনা সিদ্দিকী (সিরাজগঞ্জ মেডিকেল কলেজ), তাসনিয়া তাবাসসুম রাইসা (বগুড়া মেডিকেল কলেজ), নুসরাত হাসান মিথি (নীলফামারী মেডিকেল কলেজ), আরিবা চৌধুরী ফাতেমা (মুগদা মেডিকেল কলেজ), সামসুন নাহার হোসেন (বগুড়া মেডিকেল কলেজ), নাহিয়ান তাসনিম নায়লাহ (কুমিল্লা মেডিকেল কলেজ), মৌমিতা রায় (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), ফারজানা আফরিন রিয়া (ফরিদপুর মেডিকেল কলেজ), তাজবিহা আহাম্মেদ (চাঁদপুর মেডিকেল কলেজ), মাইমুনা তাহসিন মিলাক (কুষ্টিয়া মেডিকেল কলেজ), মোসাম্মৎ আফনান (কুমিল্লা মেডিকেল কলেজ), নদিয়া নওরীন (বগুড়া মেডিকেল কলেজ), মায়িশা ফাহমিদা (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), তাসমিয়া হোসেন (মানিকগঞ্জ মেডিকেল কলেজ), নাজিফা তাসনিম (শের-ই-বাংলা মেডিকেল কলেজ), আপিয়া ইবনাথ তাসপিয়া (শের-ই-বাংলা মেডিকেল কলেজ,বরিশাল) ও সামিয়া জাহান সাজ (ময়মনসিংহ মেডিকেল কলেজ।

প্রতিবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ