ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তির জন্য ১০ দিনে যত আবেদন পড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। গত সোমবার ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ১০ দিনে প্রায় ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার পর্যন্ত ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আজ পর্যন্ত আরও বেড়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কীভাবে, যা জানা যাচ্ছে
এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী।
আর ব্যবসায় শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন ৩৯০টি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।