ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ভর্তি পরীক্ষা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই ভর্তি পরীক্ষা। দেড় ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।
এদিকে, আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে উপস্থিত হয়ে আইবিএ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, ৩ জানুয়ারি আইবিএর ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই তিন ইউনিটের পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এবারের পরীক্ষায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।
অন্যদিকে, আইবিএ ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে ৭০ নম্বর বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)-এর অংশের জন্য এবং বাকি ৩০ নম্বর বর্ণনামূলক অংশের জন্য বরাদ্দ থাকবে। বহুনির্বাচনি প্রশ্ন অংশের জন্য সময় ৯০ মিনিট এবং বর্ণনামূলক অংশের জন্য বরাদ্দ থাকবে ৩০ মিনিট।
প্রথম ধাপে উত্তীর্ণরা দ্বিতীয় ধাপে কমিউনিকেশন দক্ষতা যাচাই করা হবে। এতে মোট ২০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ১২ পেতে হবে চূড়ান্তভাবে মনোনীতদের।