শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। এ নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২২ ফেব্রুয়ারি নির্ধারণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। এ নিয়ে ভর্তি কমিটি কাজ করছে। তারিখ পরবির্তন হবে।
জানা গেছে, নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
আরো পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে, বিপদে শিক্ষার্থীরা
একাডেমিক কাউন্সিল থেকে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দু’বেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল গৃহীত হয়েছে।