এবার রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি ছাত্রী

ঢাবি
ঢাবি   © সংগৃহীত

ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক ছাত্রীকে আটক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা কমিটি। এর আগে, পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই ছাত্রকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঢাবির ওই ছাত্রীকে আটক করা হয়।

আটক ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি মূল পরীক্ষার্থী ইশরাত জাহানের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন।

জানা গেছে, রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ২২২ নম্বর কক্ষে মূল পরীক্ষার্থী তামিম হাসান লিমনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন ঢাবি শিক্ষার্থী মো. এখলাছুর। আটক এখলাছুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। ৫০ হাজার টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

ঢাবি শিক্ষার্থী এখলাছুর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের আবুল কাশেম ও মেনেকা বেগম দম্পতির সন্তান।

এদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকেও আটক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই শিক্ষার্থী বেরোবির মাস্টার্সের শিক্ষার্থী।

জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ভর্তি পরীক্ষায় কোন ধরনের জালিয়াতি কিংবা অনৈতিক কাজ করার সুযোগ নেই। এসব দেখভাল করার জন্য সার্বক্ষণিক তদারকি জারি রেখেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম ও বিচক্ষণ শিক্ষকগণ। তাই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে পাড় পাওয়ার কোন সুযোগ নেই।


সর্বশেষ সংবাদ