এবার ‘খ’ ইউনিটে সেরাদের কাতারে নেই মাদ্রাসা শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৫:২৩ PM , আপডেট: ২৭ জুন ২০২২, ০৫:৫৬ PM
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় ৫৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ হাজার ৬২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যাছে, অন্য বছরগুলোয় ইউনিটটির প্রথম সারিতে মাদ্রাসা শিক্ষার্থীদের আধিক্য দেখা গেলেও এবার তেমনটা চোখে পড়েনি। সেরা ৫ জনের মধ্যে নেই কোন মাদ্রাসা শিক্ষার্থী। বাকি সেরা দশের মধ্যেও মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজ পাওয়া যায়নি। যদিও সেরা দশের দু’জনের কলেজ পরিচিতি এখনও নিশ্চিত হতে পারেনি দ্যা ডেইলি ক্যাম্পাস। বাকি ২০ জনের মধ্যেও কলেজ শিক্ষার্থীদের সংখ্যা বেশি দেখা গেছে।
এবার প্রকাশিত ফলে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী নাহনুল কবির নুয়েল। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৭৬.৫ পেয়েছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ সর্বমোট ৯৬.৫ পেয়ে পেয়েছেন তিনি।
দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনিম; তৃতীয় হয়েছেন মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া; চতুর্থ ও পঞ্চম হয়েছেন নটর ডেম কলেজের মো. আসিফুজ্জামান অনিক ও আনাসুর রহমান বিজয়।
তাছাড়া নবম হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মালিহা ফাইরোজ প্রমিতি এবং দশম হয়েছেন পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. সুজন রানা।
এর আগে গত বছর (২০২০-২১ শিক্ষাবর্ষ) ‘খ’ ইউনিটে প্রথম হয়েছিলেন রাজধানী ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্র মো. জাকারিয়া।