গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন ভর্তিচ্ছুরা। তবে এই পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়। এই পরীক্ষা পেছানো হলে সবকিছুই পেছাতে হবে। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে তারিখ সামঞ্জস্য করাও কঠিন হয়ে পড়বে।

তাদের দাবি, সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার এখনো এক মাসের বেশি সময় বাকি রয়েছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা নেই।

আরও পড়ুন: বিসিএসে পাশাপাশি সিট পেতে রাত ৩টায় আবেদন, সতর্ক পিএসসি

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই। ভর্তি পরীক্ষা পেছানো হলে পরীক্ষা সামনের বছর নিতে হবে। পরীক্ষার এখনও অনেক সময় বাকি। এর আগেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কাজেই ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আশা করছি খুব দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে।


সর্বশেষ সংবাদ