রাবির প্রথম ধাপে চূড়ান্ত আবেদন ১ লাখ ৪৫ হাজার

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপে পড়েছে ১ লাখ ৪৫ হাজার আবেদন। তবে এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু। ফলে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে ৭১ হাজার আবেদন। 

বুধবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে প্রথম ধাপে ১ লাখ ৪৫ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। যেখানে এ ইউনিটে ৫৩ হাজার, বি ইউনিটে ৩০ হাজার ও সি ইউনিটে পড়েছে ৬২ হাজার চূড়ান্ত আবেদন। তিন ইউনিটে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু আবেদন সুযোগ পাবে। সেই হিসেবে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে ৭১ হাজার আবেদন। 

তিনি বলেন, দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রাথমিক আবেদন করা শিক্ষার্থী যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। সেজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইডি নম্বর দিয়ে লগইন করে দেখে নিশ্চিত হতে হবে। তিনি যদি যোগ্য হয়, তবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা প্রথম ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন ২৫ জুন বিকাল ৬টা পর্যন্ত চলবে। তিন ধাপে করা চূড়ান্ত আবেদন শেষে ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫-২৭ জুলাই।


সর্বশেষ সংবাদ