মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধান

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার পর মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়ন অংশের প্রশ্নের সমাধান তুলে ধরা হলো—

1. কোন স্তর সূর্যের uv রশ্মিকে বাধা দেয়?

স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজন স্তর

2. নিচের কোনটি কার্বিল এমিন পরীক্ষা দেয়? - R-NH2

3. NH4+ + CI- এখানে অনুবন্ধী ক্ষারক কোনটি?

- CI

4. তীব্র এসিড ও দূর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক কোনটি?

-মিথাইল অরেঞ্জ -

5. RCH2-Br+ NaOH (aq) এর বিক্রিয়া কোনটি? -কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন

6. হেক্সিন-৩ কোন ধরণের সমানুতা দেখায়?

- সিস/ট্রান্স সমাণুতা

7. কোনো পরমাণুর ধণাত্মক আয়নে পরিণত হওয়ার শক্তিকে কী বলে?

- আয়নীকরণ শক্তি

৪. কোমটি অর্থ, প্যারা নির্দেশক?

-Br

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের সমাধান

9. এমিনো এসিড ও কার্বোহাইড্রেট কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?

- কলাম ক্রোমাটোগ্রাফি

10. কোনটি অধিক সমযোজী?

- AICI3

11. পানির আয়নিক গুণফল কত?

-10^-14

12. ১০% Na2CO3 এর মোলারিটি কত?

-0.943

13. কোয়ান্টাম মেকানিক্সের নামকরণ করেন কে? -ম্যাক্স প্ল্যাংক

14. কোনটির আয়নিকরণ শক্তি সর্বনিম্ন?

- Cs 15. ইথানয়িক এনহাইড্রেট এর সংকেত কী?

- CH3-COO-COO-CH3

16. নিচের দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২,২৫ ৬২। পৃথকীকরণ পদ্ধতি কোনটি?

- আংশিক পাতন

17. নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই? -H2+12 = 2HI

18. স্থির তাপমাত্রায় দুই বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয়, তখন মিশ্রণের মোট চাপ কত হবে?

- গ্যাস দুইটির আংশিক চাপের যোগফল

19. নিচের কোন এসিড ও ক্ষারকের বিক্রিয়াটি সঠিক?

- HCl + NH3 = NH4+ + Cl

20. কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

-বেগুনী

21. জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি?

- প্রতিস্থাপিত এলকিন 22. মিঠাপানির উৎস কোনটি?

- দক্ষিণ মেরুর বরফ

23. কোনটি তাড়িৎচৌম্বকীয় তরঙ নয়?

- আল্ট্রাসাউন্ড

24. 1000 ml পানিতে 58.5g NaCl দ্রবীভূত। দ্রবণকে কী বলা হয়?

-১ মোলার দ্রবণ

25. নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার তৈরী করা হয়? - NH4Cl and NH4OH

26.ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) জন্য কোন বাক্যটি সঠিক? - জীবাণু উপস্থিতি DO বাড়িয়ে দেয়

 


সর্বশেষ সংবাদ