আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের প্রবেশপত্র সংগ্রহ শুরু ৯ আগস্ট

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের প্রবেশপত্র সংগ্রহ শুরু  ৯ আগস্ট
আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের প্রবেশপত্র সংগ্রহ শুরু ৯ আগস্ট  © ফাইল ফটো

আগামী ১৪ আগস্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রের কিছু আসনবিন্যাস পরিবর্তন করায় শিক্ষার্থীদের আবশ্যকিভাবে নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগামী সোমবার (৯ আগস্ট) থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বগুড়া সেনানিবাসের এক ঊর্ধতন কর্মকর্তা বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৪ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, কোভিড-১৯ এর কারণে সকল কেন্দ্রের কিছু আসনবিন্যাস পরিবর্তন করা হয়েছে। সেজন্য শিক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগামী সোমবার থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।


সর্বশেষ সংবাদ