৫ম মনোনয়ন: গুচ্ছে ভর্তির মাইগ্রেশন বন্ধ করতে হবে আজকের মধ্যে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আরও একটি বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন শিগগিররই প্রকাশ করা হবে। এর আগে আজ শুক্রবারের (১৫ নভেম্বর) মধ্যে মাইগ্রেশন বন্ধের সুযোগ পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোন শিক্ষার্থী পঞ্চম পর্যায়ের মাইগ্রেশনের পূর্বে সাবজেক্ট/বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ১৫ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট মাইগ্রেশন বন্ধ করতে হবে।’

জানা গেছে, পঞ্চম মনোনয়নের আগে বিশ্ববিদ্যালয়গুলোর শূন্য আসনের তালিকা নেওয়া হয়েছে। এরপর মনোনয়ন প্রকাশ করবে ভর্তি কমিটি। ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন: ২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ভর্তি হলে ২৪ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন বাড়তে পারে। এ কারণে দুই গুচ্ছ সমন্বয় করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। 

এর আগে ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।


সর্বশেষ সংবাদ