ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় আবেদন ও ভর্তি কীভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

আগের তিন বছরের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামেও খেলোয়াড় কোটায় ভর্তি নেওয়া হবে। নির্দিষ্ট শর্ত পূরণ করা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এ কোটায় ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আবেদনের সময় কিছু নিয়মও মানতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনায় জানানো হয়েছে। প্রায় ১৯ বছর পর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা ফের চালু হয়েছে।

গত সোমবার থেকে এবাবের ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ’র ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে।

চলতি শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটভিত্তিক নির্দেশনায় জানানো হয়েছে, খেলোয়াড় কোটার মাধ্যমে ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনে কোটার নির্দিষ্ট ঘরে ক্লিক করতে হবে। ভর্তি-পরীক্ষায় কৃতকার্য হলে, প্রার্থী অনলাইনে যে কোটার ঘর পূরণ করেছে তাকে সে কোটার যোগ্যতার প্রমাণপত্র ও ভর্তি-পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নির্ধারিত ফরম কোটার বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ এবং তা যথাযথভাবে পূরণ করে অবশ্যই উক্ত অফিসে জমা দিতে হবে। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে। অনলাইনে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে ভর্তি ফরম পূরণের সময়ে কোটার নির্দিষ্ট ঘরে আবেদনকারী ক্লিক না করলে পরবর্তীতে কোনো অবস্থাতেই কোটার জন্য বিবেচিত হবেন না।

কোটা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচলিত নীতি অনুসরণ করা হবে। কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা কোটা সুবিধা পেতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রদর্শনপূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে উক্ত সময়সীমার মধ্যে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।

খেলোয়ার কোটায় ভর্তির যোগ্যতা ও শর্ত:
ক. প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে।

খ. বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনুর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হয়ে জাতীয়/আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

গ. ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনভূক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভূক্ত) র‍্যাংকিং অনুযায়ী ১-৫ এর মধ্যে থাকতে হবে।

আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের

ঘ. ক-গ সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

ঙ. ১ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে DU Admission Website (https://admission.eis.du.ac.bd)-এ অনলাইনে আবেদন করতে হবে।

চ. অনলাইনে আবেদনকৃত জাতীয় দলের খেলোয়ার সংশ্লিষ্ট ইউনিটে আলাদাভাবে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

ছ. ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা পূরণ করে উক্ত সময়ের মধ্যে জমা দিতে হবে। এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে নোটিশ প্রদান করা হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।

ব্যবসায় শিক্ষা ইউনিটের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence